হ্যালো, আসসালামু আলাইকুম।
কে বলছেন??- তুমি যে মেয়েটার সাথে রিলেশানে আছ আমি তার আম্মু বলছি।
: ও সারিকার আম্মু?
-না।
: জান্নাতের?
- উহু।
: তাহলে ফারিহার?? ☺
- তাও না। 😤
: তাহলে নিশ্চয়ই মৌ এর??
- 😒😒 থাক বাবা, চেনা লাগবে না। শুধু এটুকু কথা বলতেই তোমার কাছে ফোন দিলাম যে তোমার জিএফ এর বিয়ে ঠিক করে ফেলেছি এক বিসিএস ক্যাডারের সাথে। তুমি ওকে আজ থেকে ভুলে যাও রাশেদ।
: 😢 আন্টি আমি রাশেদ না।
- ও মেহেদি??
: না আন্টি, তাও না।
- ও বুঝেছি। নিশান? 😔
: জ্বি না আন্টি।
- তাহলে নিশ্চয় ফাহিম?
: থাক আন্টি চেনা লাগবে না। আপনার মেয়ে আপনিই নিয়া যান। অনেক বড় একটা বাঁচা বাঁচলাম।
Photo |
No comments:
Post a Comment