Search This Blog

25 Feb 2020

#গুরুত্বপূর্ণ_পোস্ট মিজানুর রহমান একটা বয়ানে বলে ছিলেন,

#গুরুত্বপূর্ণ_পোস্ট 

মিজানুর রহমান একটা বয়ানে বলে ছিলেন, 

যে ঘরে ঘরে আল্লামা সাঈদী দিয়ে দাও

এখন এটা আবার আমাদের মমতাজ আপার গায়ে লেগেছে,, উনি এটার বিরুদ্ধে সংসদে অভিযোগ করেছিলেন,,

আবার বলেও ছিলেন,, উনি ইউটিউব খুল্লেই নাকি হুজুরদের গালাগালি দেখতে পান,, হুজুররা নাকি কোরআন শরিফ সামনে রেখে অশালীন ভাষায় একজন আরেকজনকে গালিগালাজ করে,,!
ভালো কথা ছাড়া খারাপ কথাই বেশি শুনেন উনি,,,

আবার এটাও বলেছিলেন এগুলো আমাদের বন্ধ করতে হবে আমাদের প্রশাসন কে এগুলো দেখতে হবে হতে দেয়া যাবে না...!

বক্তারা নাকি সুবিধার জন্য একেক জায়গায় একেক বয়ান করে, 

মিজানুর রহমান কিনতু অন্য জায়গায় এটাও বলেছিলেন যে ঘরে ঘরে আল্লামা শফী দিয়ে দাও,, 

আমার প্রশ্ন ঃএখানে দোষ কোথায়..?

আবার উনি বক্তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে,, 
উনাদের বাউল শিল্পীদের জন্যে কিছু অনুদান চেয়েছেন,, 

যারা নাকি গানে গানে হুজুরদের গালি দেয়, গানে গানে অসামাজিক কথা বলে, রাসুলের বিরুদ্ধে কথা বলে,,, 
👆
মমতাজ আপার বক্তব্যে তারা নাকি সমাজের কথা বলেন, ইসলামের কথা বলে, 

চলুন তাহলে মমতাজ আপার কিছু গান উল্লেখ করা যাক😌

(১)টাংগাইলের চমচম ভালো, বগুড়ার দই ভালো, তার চেয়ে ভালো এই সুন্দরীর "দুধ"

(২) টিপ্পা দিলে গইলা যাবো রস যতো পইড়া যাইবো,দুইদিন পরে খাইও বন্ধু যতন করে রাইখো,,,,হায়্রে যৌবন আমার লাল টমেটো,,, 

(৩)প্রেমেরই বাত্তি লাগাই দিয়া মেইন চুইস্টা টিপ্পা দে টিপ্পা দে টিপ্পা দে,

এইসব গান নাকি সমাজের কথা বলে ইসলামের কথা বলে,,,,

যেই মমতাজ কিনা, অর্ধ উলংগ হয়ে যাত্রা পালায় অশ্লীল গান গাইতো সেই মমতাজ, আজ সংসদের একজন সদস্য হয়ে,, 

আলেম সমাজের বিরুদ্ধে কেমনে বক্তব্য দে
মাথায় ধরে না,,, 😥

অথচ আমাদের দেশের প্রধান ব্যক্তিরা, এই বক্তব্যের বিরুদ্ধে একশন না নিয়ে,, 

মিজানুর রহমান কোথায় কি ভুল করেছে সেটার বিরুদ্ধে একশন নেয়,, তাকে দেশ ছাড়তে বাধ্য করে,,, 
আরে 100 কথার মাঝে একটা ভুল হতেই পারে,, আরও তো 99টা ঠিক কথা আছে 

লাখো কোটি যুবক যার বয়ান শুনে,, গানের আসর বাদ দিয়ে,, দিনের পথে আসতে চেয়েছে,,  

তখন যাত্রা পালার গায়িকা মমতাজের সহ্য হয় নাই,,, 
কারণ উনাদের অসামাজিক গান গুলো শুনার মতো কেউ থাকবে বলে...

আমার শেষ কথা, 
আমাদের ইসলামে গান হারাম,,, 

তাই বলছি মমতাজ হটাও ইসলাম বাচাও, 
মমতাজ হটাও, দেশের যুবকরা দিনের পথে আসার সুযোগ দাও,,
Bangla photo
Photo

No comments: